1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিষ প্রয়োগে ৯ গরুর মৃত্যু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলে একটি গবাদিপশুর খামারে বিষ প্রয়োগে ৯টি দেশীয় প্রজাতির গরু মারা গেছে। প্রতিটি গরুই ষাড় গরু ছিলো।
গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগর এলাকায় সুলেমান মিয়ার খামারে এই ঘটনা ঘটেছে। গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে গরু গুলোকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে খামারের মালিক।

খামারের মালিক সুলেমান মিয়া বলেন, কোরবানীর ঈদকে সামনে রেখে আমি আত্মীয় স্বজন এর কাছ থেকে ঋণ নিয়ে ষাড় গরুগুলো লালন পালন করছিলাম। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ খামারের গরুগুলো একে একে অসুস্থ হতে থাকে। প্রথমে সকালে দুইটি গরু মারা যায়। এরপর সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৯টি গরু ছটফট করতে করতে মারা যায়। আমার প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হলো। আর এই অবলা জীবদের এভাবে বিষ দিয়ে মেরে কি লাভ হলো। গরুর সাথে এ কেমন শত্রুতা। এখন আমি কিভাবে এত লোকসান পুষিয়ে পরিবারের খরচ বহন করেবো, তা নিয়ে বড় টেনশনে আছি। এ ঘটনায় আমি শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছি। সরকার ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িত ব্যক্তির উপযুক্ত বিচার ও সহযোগিতা চাই।

তিনি জানান, আমাদের পরিবারের সাথে এলাকার সবজি ব্যবসায়ী রমজান মিয়ার সাথে বিরোধ চলছিল। গত ৪ মার্চ (সোমবার) রমজান মিয়া আমাদের বাড়িতে এসে প্রকাশ্যে জানমালের ক্ষতি করার হুমকি দেয়। আমাদের খামারে ছোট-বড় মিলে ২২টি গরু ছিল। বৃহস্পতিবার ভোর রাতে আমার ছেলে সুলেমান জানায়, দুইটি গরুর মুখ দিয়ে লালা বেরুতে থাকে। এর কিছুক্ষণ পরই মাটিতে ঢলে পড়ে। সাথে সাথে দুইটি গরুর মৃত্যু হয়। এ বিষয়ে উপজেলা পশু কর্মকর্তা এবং থানায় বিষয়টি অবহিত করলে প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা সরেজমিন আসেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে। আমরা এই ঘটনায় রমজান মিয়া ও মনির মিয়া নামে দুইজনকে আটক করেছি। দুইজনকে আদালতে পাঠিয়েছি।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট