
চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে রাতের আধারে মোরগের খামারে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। খামারের ৩টি ঘর, বাউন্ডারি ভেঙ্গে দিয়েছে সম্পুর্ন রুপে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন খামারের মালিক মোঃ ছিদ্দিক আলী।
এ ব্যাপারে খামারের মালিক মোঃ ছিদ্দিক আলী বাদী হয়ে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামী করেছেন কাইছনাজুরী গ্রামের এংরাজ মিয়া, মোশাহিদ মিয়া, হারুন৷ মিয়া, ইসাক মিয়া, কালা চেরাগসহ অজ্ঞাত আরও কয়েকজনকে।
মামলা সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাইছনাজুরি গ্রামে নিরব স্থানে অবস্তিত খামারে মধ্যে রাত থেকে দুর্বৃত্তরা শুরু করে তান্ডল লীলা-ভাঙ্গচুর। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনার স্থান পরিদর্শন করেছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে চুনারুঘাট থানার একটি টিম ঘটনার স্থান পরিদর্শন করেছে।
দ.ক.সিআর.২৫