
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভাতিজিকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় আসামি জাবেদ মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার (২৫ অক্টোবর) রাতে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে মাধবপুরের মোড়াপাড়া এলাকায় ভিকটিমের বাড়িতে থেকে খালু জাবেদ মিয়া ঘুমের ওষুধ মিশানো জুস পান করিয়ে ভিকটিমকে অচেতন অবস্থায় ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সজ্ঞান হলে ভিকটিম ঘটনা জানায়।
দ.ক.সিআর.২৫