➖
আব্দুর রাজ্জাক রাজু
চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউ/পির অন্তর্গত রাজার বাজার মেইন রোড থেকে ১০ কেজি গাঁজা, ১টি মটর সাইকেল ও দুজনকে আটক করেছে থসনা পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পর এসআই বিমল কান্তি দেব সঙ্গীয় ফোর্স ও লিমা-২ দিবা, এএসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাজার বাজার পাকা রাস্তার উপর ১। মোঃ রুমন (২২), পিতা-ফুল মিয়া, মাতা-আফিয়া খাতুন, গ্রাম- ইকরতলী, ৮নং ওয়ার্ড, ১নং গাজীপুর ইউ/পি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ২। মোঃ মাসুক (২০), পিতা- মনির মোল্লা, মাতা- মাহিরুল বেগম, গ্রাম- কামার হাওলা, ৭নং ওয়ার্ড, ৫নং রতনী তালতলী ইউ/পি, থানা-গলাচিপা, জেলা- পটুয়াখালী এর হেফাজত হইতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মটর সাইকেল আটক করে তাদেকে থানায় সোদর্প করা হয়েছে।
দ.ক.সিআর.২৫