জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: লাখাই থানায় যোগদানের এক বছর পূর্ণ হওয়ায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন লাখাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী। আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই উপলক্ষে লাখাই থানা জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ওসি বন্দে আলী তাঁর দায়িত্ব পালনের প্রথম বছর নির্বিঘ্নে সম্পন্ন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি লাখাইবাসীকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে এবং আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকতে পরামর্শ দেন।
ওসি বন্দে আলী সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি আগামী দিনগুলোতেও সততা, সাহস ও নিষ্ঠার সাথে তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এবং লাখাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারেন।
দোয়া মাহফিলে থানা পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫