চুনারুঘাট প্রতিনিধি: -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করলেন চুনারুঘাট মাধবপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি এডভোকেট আমিনূল ইসলাম। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে ইউনিয়নের ৭টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
২৮ সেপ্টেম্বর রবিবার নালমুখ ওয়াল্টন শো রুমে উক্ত শুভেচ্ছা বিনিমায় সভায় সভাপতিত্ব করেন মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদার শ্যামল। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের মুছিকান্দি পুজা মন্ডপের সভাপতি অরুণ কুমার চক্রবর্তী রাখাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ চুনারুঘাট মাধব আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল করিম সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ফিরোজ, সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মামুন, শ্রম বিষয়ক সম্পাদক দেয়ান শফিক, কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সহ কৃষি বিষয়ক সম্পাদক মাস্টার আলী হায়দার,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ আজিজুর রহিম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ আফজাল হোসেন চৌধুরী ফয়সল, সহ সভাপতি মাসুক মিয়া ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজালুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া তালুকদার, যুবদলের হাবিব মিয়া তালুকদার প্রমূখ। আমিনুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্য করে বলেন আগামী দিনের রাস্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে এসেছি। তারেক রহমানের নির্দেশ আপনাদের সুখে দুঃখে আপনাদের থাকতে। আমাকে যদি আপনারাআগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করেন আমি আপনাদের পাশে থাকবো এবং সকল সমাধানে আপনাদের পাশে থাকবো।
দ.ক.সিআর.২৫