
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র টমটম চালকের চুরি হওয়া গাড়ি অবশেষে উদ্ধার হয়েছে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোঃ এরশাদ আলীর ফেসবুক পোস্টের মাধ্যমে।
গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বেলারুশ থেকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্থানীয় মনতলা বাজার থেকে চুরি হওয়া গাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। সেখানে চোরের ছবি স্পষ্ট দেখা যায়। পোস্টে চোরকে শনাক্ত করতে এবং গাড়ির সন্ধান দিতে আহ্বান জানানো হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুরের জগদীশপুর ইউনিয়নের এলাকাবাসী গাড়িটি আটকে রেখে ইউনিয়ন অফিসে জমা দেন। যদিও গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি। চোর তখন পালিয়ে যায়।
টমটমের মালিক মিজান মিয়া, যার বাড়ি স্থানীয় কোটানিয়া গ্রামে, উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,“স্বপ্নেও ভাবিনি গাড়ি ফিরে পাব। থানায় গিয়ে জিডি করেছিলাম, কিন্তু এরশাদ ভাইয়ের ফেসবুক পোস্টের কারণে গাড়ি ফিরে পেলাম। আমরা ভীষণ খুশি।”
বেলারুশে রাজনৈতিক মামলার কারণে নির্বাসিত সাংবাদিক নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী মেসেঞ্জারে প্রতিক্রিয়ায় জানান,“আমার ফেসবুক পোস্টে দেয়া ছবির সূত্রেই গাড়িটি উদ্ধার হয়েছে জেনে আমি আনন্দিত। মাধবপুরে চুরি-ছিনতাই দমন হোক, আইন-শৃঙ্খলা সুন্দর থাকুক—এটাই আমার কামনা।”
এদিকে টমটম চালকের পরিবার জানায়, গাড়ি ফেরত না পেলে কিস্তির চাপে তাদের অবস্থা চরম দুর্বিষহ হয়ে উঠত। এজন্য তারা এরশাদ আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাধবপুর থানার ওসি মো. শহীদ উল্ল্যা বলেন,“গাড়ি উদ্ধার হওয়া আনন্দের খবর। গাড়ির চোরকে শনাক্ত করতেও আমরা চেষ্টা চালাচ্ছি।”
দ.ক.সিআর.২৫