1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬ মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক এরশাদের ফেসবুক পোস্টেই ফেরত মিলল চালকের টমটম

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র টমটম চালকের চুরি হওয়া গাড়ি অবশেষে উদ্ধার হয়েছে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোঃ এরশাদ আলীর ফেসবুক পোস্টের মাধ্যমে।

গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বেলারুশ থেকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্থানীয় মনতলা বাজার থেকে চুরি হওয়া গাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। সেখানে চোরের ছবি স্পষ্ট দেখা যায়। পোস্টে চোরকে শনাক্ত করতে এবং গাড়ির সন্ধান দিতে আহ্বান জানানো হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুরের জগদীশপুর ইউনিয়নের এলাকাবাসী গাড়িটি আটকে রেখে ইউনিয়ন অফিসে জমা দেন। যদিও গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি। চোর তখন পালিয়ে যায়।

টমটমের মালিক মিজান মিয়া, যার বাড়ি স্থানীয় কোটানিয়া গ্রামে, উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,“স্বপ্নেও ভাবিনি গাড়ি ফিরে পাব। থানায় গিয়ে জিডি করেছিলাম, কিন্তু এরশাদ ভাইয়ের ফেসবুক পোস্টের কারণে গাড়ি ফিরে পেলাম। আমরা ভীষণ খুশি।”

বেলারুশে রাজনৈতিক মামলার কারণে নির্বাসিত সাংবাদিক নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী মেসেঞ্জারে প্রতিক্রিয়ায় জানান,“আমার ফেসবুক পোস্টে দেয়া ছবির সূত্রেই গাড়িটি উদ্ধার হয়েছে জেনে আমি আনন্দিত। মাধবপুরে চুরি-ছিনতাই দমন হোক, আইন-শৃঙ্খলা সুন্দর থাকুক—এটাই আমার কামনা।”

এদিকে টমটম চালকের পরিবার জানায়, গাড়ি ফেরত না পেলে কিস্তির চাপে তাদের অবস্থা চরম দুর্বিষহ হয়ে উঠত। এজন্য তারা এরশাদ আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাধবপুর থানার ওসি মো. শহীদ উল্ল্যা বলেন,“গাড়ি উদ্ধার হওয়া আনন্দের খবর। গাড়ির চোরকে শনাক্ত করতেও আমরা চেষ্টা চালাচ্ছি।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট