1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান রাজারহাটে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার চুনারুঘাটে চাটপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠিত যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন চুনারুঘাটের সন্তান মোস্তফা মুরশেদ সাতছড়ি জাতীয় উদ্যানে কাশবনের মোহনীয় সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে  মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু বরগুনা পলিটেকনিক এর নতুন রূপ, শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড মাধবপুর বাজার মসজিদ কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজারহাটে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সেকান্দর আলী লেমন, রাজারহাট প্রতিনিধি: রাজারহাট উপজেলার রাজমাল্লিহাট এলাকায় মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে রাজারহাট প্রশাসন ও চেয়ারম্যানের নেতৃত্বে তিন ব্যবসায়ীর মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাত ৯ ঘটিকায় এক সামাজিক সমাবেশে তারা এ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীরা হলেন: পান্তা পাড়া গ্রামের ফরিদুল ইসলাম (পিতা: নুর হোসেন সরকার), ঘুমারু ভীমশীতলা গ্রামের নিরাসা রহমান (পিতা: মোহসিন আলী) এবং একই গ্রামের ফেরদোস রহমান (পিতা: আব্দুল হালিম মিয়া)। পারিবারিক সমস্যার কারণে আরও তিনজন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। রাজারহাট উপজেলার থানার অফিসার ইনচার্জ (ওসি) ও চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠান ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির (আদিল)-এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ চাঁন মিয়া ও ২নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাজাহান খন্দকার। এছাড়াও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারী, সহ-সভাপতি কবি মোঃ শফিকুল ইসলাম, সেকেন্দার আলী লিমন, আকবর আলী, রতন রায়, মালেক মিয়া সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয় জনগণ অঙ্গীকারকারীদের সাদরে গ্রহণ করেন এবং সামাজিকভাবে জীবনযাপন করার জন্য শুভকামনা জানান।

তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এই মহৎ উদ্যোগের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন, “পুরো রাজারহাট উপজেলা যেন মাদকের অভিশাপ থেকে মুক্ত হয়, সেটাই আমাদের সবার প্রত্যাশা।” এই আয়োজন এলাকায় মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি এবং আগামী প্রজন্মের জন্য মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর।

এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে সবসময় সোচ্চার থাকবে সেই সঙ্গে আজকের এই মহতী উদ্যোগ একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত জনতা আশাবাদ ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট