1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির হোতা শাহীনুর গ্রেপ্তার লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে : নৌপরিবহন উপদেষ্টা স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, অভিযুক্ত স্বামী পলাতক চুনারুঘাটে প্রবাসীর জমি দখলের অভিযোগে গ্রেফতার-২, পলাতক হান্নান ও ইউনুস চুনারুঘাটে চলছে সিএনজি শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোন আদিবাসী নেই; আসাদ ঠাকুর সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি স্বাধীন: র‌্যাব ঢাবির হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা সিলেটসহ সারাদেশে দিনরাত অভিযান চালাচ্ছে পুলিশ ব্রিটিশ মন্ত্রীসভা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ

বাল্লা স্থলবন্দর রাস্তার বেহাল দশা, হেঁটে চলাও দায়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট: বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। এতে করে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণের। আর এসব ব্যপারে নজর নেই জনপ্রতিনিধিদেরও। তেমনি অবহেলিত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আসামপাড়া টু কেদারাকোট কাঁচা রাস্তাটি।

দেখলে মনে হবে, এটি রাস্তা নয় ধানের চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। রাস্তাটির এমনই বেহাল দশা যে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমনকি হেঁটে চলাচলেরও কোন অবস্থা নেই। প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগীসহ স্থানীয়রা।

বাল্লাস্থলবন্দর-আসামপাড়া এ রাস্তায় এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এতে করে স্থানীয় জনসাধারণের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

টিলাবাড়ি, কেদারাকোট, মোল্লাবাড়ি, কাটানিপাড়, ওবিলপাড় গ্রামের বাসিন্দারা জানান, এ এলাকায় কয়েক হাজার লোকের দির্ঘ বছর ধরে এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়। পুরো বর্ষায় কাদামাটি মাড়িয়ে রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্য চরম কষ্টের।বৃষ্টদিন আসলে রাস্তা কাদা হয়ে যায়। ছেলেমেয়েদের স্কুল কলেজে যেতে কষ্ট হয়, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কোলে করে নিতে হয়। রাস্তার বিষয়ে অনেকবার এমপি মন্ত্রী ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের এলাকার কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য অত্র ইউনিয়নের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি।

গাজীপুর মজলিস মিয়া একাডেমি প্রধান শিক্ষক ও বিএনপির সাবেক সফল সভাপতি মুন্সি শফিকুল ইসলাম জামাল বলেন, আমাদের এ এলাকা থেকে অনেক ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে ও মাদরাসায় যায়। বর্ষাকালে এ কাঁচা রাস্তা দিয়ে কাদাপানি মাড়িয়ে স্কুলে যেতে আমাদের কষ্ট হয়। অনেকসময় গায়ের জামা কাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। রাস্তাটি দ্রুত পাকা করে দিলে এলাকাবাসীসহ সবার উপকার হবে।

স্হানীয় মেম্বার মুন্সি আবুল হাসিম বলেন, রাস্তাটি জনবহুল এলাকায় অবস্থিত। এখানে রয়েছে স্কুল-মাদরাসা, মসজিদ ও দুটি ভোট কেন্দ্র । কিন্তু কাঁচা রাস্তার কারণে বর্ষায় চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলে এসব রাস্তায় কাদাপানিতে একাকার হয়ে যায়। জনসাধারণ ও গাড়িচালকদেরকে সীমাহীন কষ্ট করতে হয়। আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ গ্রহণ করতে স্থানীয় চেয়ারম্যান, এমপি ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ইউনিয়নের মুল সড়কগুলোর মধ্যে কয়েকটি উন্নয়ন করেছি। বর্তমানে আরও কয়েকটি কাঁচা রাস্তা চিহ্নিত করে নতুন আইডিতে অন্তর্ভুক্তির জন্য পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন জমা দিয়েছি। আশা করছি দ্রুতই এসব রাস্তা পাকাকরণের কাজ শুরু হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট