1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সুতাং নদীতে শিল্প-বর্জ্যের বিষ: বিপন্ন পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতি হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬

মাধবপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন আরএকে মসফ্লাই কোম্পানির শ্রমিকেরা। সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে শতাধিক শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করেন।’

শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোম্পানির পক্ষ থেকে তাঁদের নিয়মিত বেতন-ভাতা ও উৎসবকালীন বোনাস সময়মতো দেওয়া হচ্ছে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকেরা বোনাস ও বকেয়া বেতনের দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা সড়ক অবরোধ করে কর্মসূচিতে অংশ নেন।’

অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। তাঁরা শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোম্পানির কর্তৃপক্ষকে আলোচনায় অংশ নিতে বাধ্য করেন।’

আলোচনার একপর্যায়ে আরএকে মসফ্লাই কোম্পানির প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন যে, আগামী ৪ জুনের মধ্যে শ্রমিকদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এই প্রতিশ্রুতি পাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।’

এ বিষয়ে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শ্যামল বাবু সাংবাদিকদের জানান, ‘আমরা শ্রমিকদের সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ৪ জুনের মধ্যেই বেতন ও বোনাস পরিশোধ করা হবে।’

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট