➖
কালনেত্র প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মাসুক স্যারের নিঃশর্ত মুক্তির দাবীতে আজও শান্তিপুর্ণ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ওই শিক্ষক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি কোন অন্যায়ের সাথে জড়িত ছিলেন না। তিনি সব সময় শিক্ষার্থীদের পাঠদান নিয়ে ব্যস্ত থাকতেন এবং একজন আদর্শ শিক্ষক বলেও এলাকাবাসী জানান।
আজ রবিবার ২রা মার্চ চুনারুঘাট উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী সহ কারাবন্দি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ুয়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা নালমুখ বাজারে ওই শিক্ষকের মুক্তির দাবীতে দ্বিতীয় দিন শান্তিপুর্ণ মিছিল ও মানববন্ধন করেছে।
দ.ক.সিআর.২৫