1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

আল্লাহ যে চারটি কারণে ফেরাউন কে দুনিয়ায় ধ্বংস করে দেন নাই

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান◾

আল্লাহ মহান ফেরাউনের ইতিহাস তার জলন্ত প্রমাণ।যে ৪টি কারণে আল্লাহ ফেরাউন কে দুনিয়ায় গজব দেন নাই।

১. মুছা(আঃ) একদিন আল্লাহ কে বললেন আল্লাহ ফেরাউন খুব জালাইতেছে ওকে ধ্বংস করে দিন।
আল্লাহ বললেন হে মুছা ফেরাউন সারাদিন নিজেকে আল্লাহ দাবি করেন, রাতের বেলা আল্লাহকে বলেন,হে আল্লাহ মানুষ আমাকে আল্লাহ মনে করে শুনে আমাকে ভালো লাগে কিন্তু আমি তো জানি আমি কিছুই না। আপনী আমার রব।

২. আল্লাহ বলেন হে মুছা তোমার মুখে দাড়ি পরনে যুববা, মাথায় পাগড়ি ফেরাউনের মুখে দাড়ি পরনে যুববা ও মাথায় পাগড়ি।ফেরাউন কে ধ্বংস করে দিলে যুববা পাগড়ি ও দাঁড়ির অসম্মান হবে তাই তাকে গজব দেই নাই।

৩. ফেরাউন প্রতিদিন দুপুরে এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, এজন্য এতিমরা আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ ফেরাউন কে যদি ধ্বংস করে দেন তাহলে আমাদেরকে প্রতিদিন দুপুরে কে মেহমানদারি করাবেন।

৪. ফেরাউনের বয়স্ক মাকে ফেরাউন প্রতিদিন নিজ হাতে গোসল দিয়ে দিতেন মায়ের শরীরে তেল দিয়ে দিতেন ও তিনবেলা মাকে খাওয়াতেন।
বৃদ্ধা মা রাতে শোয়ার সময় আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ ফেরাউন কে যদি ধ্বংস করে দেন তাহলে কে আমার সেবা যত্ন করবেন।

 

ইসলামের ইতিহাসে ফেরাউন এতো অত্যাচারী শাসক ছিলেন আল্লাহ অনেক আগেই তাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন।
মহান আল্লাহ পাক ফেরাউনের এই চারটি গুনের কারণে পৃথিবীতে অনেক দিন তাকে সুযোগ দিয়েছিলেন।

দ.ক.শফিকুল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট