
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয় থেকে মালামাল চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত এক চোরকে আটক করেছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত চোরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
দ.ক.সিআর.২৫