1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুতাং নদীতে শিল্প-বর্জ্যের বিষ: বিপন্ন পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতি হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬

  ৬ দফা দাবীতে হবিগঞ্জ স্থাস্থ্য সহকারিদের কর্মবিরতি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

সারোয়ার নেওয়াজ শামীম, চুনারুঘাট: নিয়োগবিধি সংশোধন ১৪তম গ্রেড এ উন্নীত করণের দাবিতে হবিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ঘোষিত দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করছেন। তাদের ন্যায্য ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হওয়ায় সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ টিকা প্রদান সেবা বন্ধ রয়েছে, যা রোগী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। হবিগঞ্জ জেলা শাখার সভাপতি  ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে এই কর্মসূচিতে স্বাস্থ্য সহ কারীরা অংশগ্রহণ করছেন। এছাড়া উপজেলার নেতৃবৃন্দ   সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীরাও আন্দোলনে সক্রিয়। কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হয়েছে। রোগী ও অভিভাবকরা দূর-দূরান্ত থেকে আসলেও সেবা গ্রহণ করতে পারছেন না।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা ন্যায্য দাবিগুলো হলো—

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করা।

৩. পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।

৪. প্রশিক্ষণ ছাড়াই সবার জন্য স্নাতক স্কেল চালু করা।

৫. বেতন পুনর্নির্ধারণে টাইম স্কেল সংযুক্ত করা।

৬. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমানের স্বীকৃতি প্রদান।

আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা জানান, আমাদের ন্যায্য দাবী কিন্তুু  বারবার আমাদের আশ্বাস দিয়েও তা আর পূরণ করা হয় না, সে কারণেই আমাদের কর্মসূচি পালন করতে হচ্ছে,আমাদের দাবী আদায় না করে আমরা ঘরে ফিরবো না , তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মবিরতি অব্যাহত থাকবে ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট