
নাফিজ মাহমুদ: দেশ ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে এনআরবিসি ব্যাংক আয়োজন করেছে বিশেষ শিক্ষা ক্যাম্পেইন। এই কর্মসূচি ১৯ থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষা ঋণ, স্টুডেন্ট ফাইল, নিউজেন অ্যাকাউন্ট, লাইফস্টাইল লোনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সম্পর্কে সরাসরি জানতে ও আবেদন করার সুযোগ পাচ্ছেন।
ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রতিটি জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, এনআরবিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে তারা পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে নতুন দিগন্ত দেখতে পাচ্ছেন।
দ.ক.সিআর.২৫