নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি: “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম। তিনি বলেন, “শুধু শিক্ষক দিবস পালন করেই বসে থাকলে চলবে না। শিক্ষকদের যথাযথ মর্যাদা সর্বক্ষেত্রে নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্যাহ, বিআরডিবি কর্মকর্তা ফয়সাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক নেতৃবৃন্দসহ অনেকে।
আলোচনা শেষে শিক্ষক সমাজের অবদান ও দায়িত্ব নিয়ে এক অনুপ্রেরণামূলক পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
দ.ক.সিআর.২৫