নাফিজ মাহমুদ: “তারুণ্যের উৎসব ২০২৫” এর অনুপ্রেরণা নিয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট সদস্যরা তরুণ প্রজন্মের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। উৎসব শেষ হলেও এর সাড়া এখনো তরুণদের মধ্যে গভীরভাবে ছড়িয়ে আছে। সেই ধারাবাহিকতায় বরগুনার রোভার স্কাউটরা বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে।
তারা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই; বরং সমাজে নেতৃত্ব গড়ে তোলা, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াকে লক্ষ্য হিসেবে নিয়েছে। রোভার স্কাউট সদস্যরা স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম, দুর্যোগকালীন সময়ে সহযোগিতা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট দলের – মোঃ আশরাফুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউটদের এ ধারাবাহিক কার্যক্রম শুধু শিক্ষার্থীদের নয়, বরং পুরো সমাজের তরুণদের অনুপ্রাণিত করবে। তারা আরও জানায়, তরুণদের অংশগ্রহণে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও আধুনিক।
এই উদ্যোগ ইতোমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউটদের নেতৃত্বে তরুণ সমাজের ভেতর যে ইতিবাচক জাগরণ তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদে বরগুনার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ.ক.সিআর.২৫