মনসুর আহমেদ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মনোনীত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে এজিএস (সহযোগী সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মেধাবী সন্তান তানভীর আল হাদী মায়েদকে।
জানা গেছে, মায়েদ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের নবনির্বাচিত সভাপতি এবং দীর্ঘদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিলেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহলের আস্থাভাজন হিসেবে পরিচিত।
ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল জানিয়েছে, তারা শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার, গণতান্ত্রিক ক্যাম্পাস পরিবেশ এবং শিক্ষার মান উন্নয়নের পক্ষে কাজ করবে। এবারের নির্বাচনে প্যানেল ঘোষণার মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে প্রতিদ্বন্দ্বিতায় নামছে।
প্যানেল ঘোষণার পর ছাত্রদল নেতাকর্মীরা বলেন, “এটি শুধু একটি নির্বাচন নয়, বরং শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তানভীর আল হাদী মায়েদসহ মনোনীত প্রার্থীরা এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
ডাকসু ২০২৫ নির্বাচনে ছাত্রদলের এই অংশগ্রহণ ক্যাম্পাসে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, শিক্ষার্থীরা কাদের পক্ষে তাদের রায় প্রদান করেন।