মো:সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজারহাটের সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র প্রয়াত সাংবাদিক আলমগীর কবিরের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ১২ আগস্ট এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে অকালেই না ফেরার দেশে পাড়ি জমান।
তিনি তার কর্মে,চিন্তায় রেখে গেছেন বিশাল কর্মযজ্ঞ ও অনুকরণীয় অবদান।
সাংবাদিকতার ছোয়ায় সমাজ বিনির্মানে একজন যোগ্য সংগঠক হিসেবে স্থান করে নিয়েছিলেন রাজারহাটের সকল স্তরের মানুষের হৃদয়ে।
ক্ষণজন্মা সাংবাদিক আলমগীর কবির ছিলেন একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক, তার লেখায় সমাজের পশ্চাৎপদতাগুলো ফুটে উঠতো স্পষ্ট ভাষায়।
ভীষণ মিশুক, নিরহংকার, মানবিক এই মানুষটি আর কোনদিন ফিরবে না।
তবে তিনি বেচেঁ থাকবেন সাধারণ মানুষের আকুতিতে স্পন্দনে!
দ.ক.শোকবার্তা