প্রদীপ দাস, হবিগঞ্জ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মাধবপুরের সাংবাদিকরা।
আজ (১০ আগস্ট) মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা এ ঘটনাকে শুধু একজন মানুষকে হত্যা নয়, বরং সত্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের উপর নির্মম আঘাত বলে উল্লেখ করেন।
মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সত্যের জন্য যারা লড়ে, তাদের রক্ত বৃথা যাবে না।
দ.ক.সিআর.২৫