কালনেত্র প্রতিবেদক: বাংলাদেশের ৫০ জন সেরা আইনজীবীর তালিকা প্রকাশ করেছে হংকং ভিত্তিক এশিয়া বিজনেস ল’ জার্নাল। এই ৫০ শীর্ষ আইনজীবীর তালিকায় রয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট মামুন চৌধুরী।
শুক্রবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে।
মামুন চৌধুরী হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ হাইকোর্টে সুনাম দক্ষতা ও সততার সাথে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন।
শীর্ষ আইনজীবীর তালিকায় থাকা অন্যরা হলেন- ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির, ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা রহমান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার আশরাফুল হাদী, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার সজীব মাহমুদ আলম, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার, ব্যারিস্টার সামির সাত্তার, ব্যারিস্টার আনাম হোসাইন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ওমর এইচ খান, ব্যারিস্টার ইউসুফ আলী, ব্যারিস্টার খান খালিদ আদনান, ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার সাজেদ সামী আহমেদ, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, ব্যারিস্টার এ এস এ বারী, এন এম ইফতেখারুল আলম ভুঁইয়া, ড. শরীফ ভুঁইয়া, ব্যারিস্টার নাসির-উদ দৌলা, সামস-উদ দৌলা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এম আর আলভী হাকিম, ব্যারিস্টার মারগুব কবির, ব্যারিস্টার মাসুদ খান, মাইদুল হক খান, সুহান খান, ওয়াহিদ সাদিক খান, ব্যারিস্টার রাকিব খোন্দকার, আমিনা খাতুন, সাহওয়ার নিজাম, ব্যারিস্টার শাওন এস নোবেল, ব্যারিস্টার আলামিন রহমান, ফেরদৌস রহমান, মোহাম্মদ ফারুক রহমান, ব্যারিস্টার এ এস এম সাকিব শিকদার ও এম আর উদ্দিন।
ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, স্বাধীন গবেষণা, পিয়ার ল ফার্ম ও আইনজীবী এবং ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে। এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এশিয়ার আঞ্চলিক ও দেশীয় ফার্ম ও এই অঞ্চলের শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গত বছর ২০ শীর্ষ বাংলাদেশি আইনজীবীর তালিকা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।
দ.ক.সিআর.২৫