➖
স্টাফ রিপোর্টার
চুনারুঘাটের রত্নগর্ভা দোলেনা বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) চুনারুঘাট পৌরসভার নয়ানী ওয়াদুদ মঞ্জিল, (মডেল মসজিদ সংলগ্ন) অবসরপ্রাপ্ত মেজর ফেরদৌস কায়সার খানের বাড়িতে মরহুমা দোলেনা বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং সাংবাদিক সহ শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের আগে মরহুমার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মরহুমার স্মৃতিচারণ করেন এবং তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা মরহুমার বিভিন্ন মানবিক গুণাবলীর কথা তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি তার সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার সন্তানরা আজ সমাজে প্রতিষ্ঠিত। মরহুমার সন্তান অবসরপ্রাপ্ত মেজর ফেরদৌস কায়সার খান বলেন, “আমার মা ছিলেন একজন মহীয়সী নারী। তিনি আমাদের সবসময় ভালো পথে চলার উপদেশ দিতেন। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে মানুষের সেবা করতে হয়। ইফতার মাহফিলে উপস্থিত সকলে মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য মরহুমার এক সন্তান বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইমরুজ ফরিদ খান, এক ছেলে জনতা ব্যাংকের এজিএম শওকত আলী খান, এক ছেলে কলামিস্ট ব্যারিস্টার ফারুক নেওয়াজ খান সুমন যিনি লন্ডনে কর্মরত আরেক ছেলে অবসরপ্রাপ্ত মেজর কায়সার ফেরদৌস খান।
দ.ক.সিআর.২৫