1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

স্কুল ড্রেস আর পাঁচ টাকা থাকলেই খেতে পারে শিক্ষার্থীরা— কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

শুধু স্কুলশিক্ষার্থীদের জন্য দুপুরে ভাত খাওয়ার এই ‘প্যাকেজ’ চালু করেছেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের একজন হোটেল ব্যবসায়ী।

আহমাদ ইশতিয়াকঃ গত ৭ বছর ধরে বিপ্লব সরকার পাঁচ টাকায় শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়াচ্ছেন।

পাঁচ টাকার প্যাকেজের কথা জিজ্ঞেস করতেই বিপ্লব সরকার নামের সেই হোটেল ব্যবসায়ী বললেন, ‘গ্রামের অধিকাংশ বাচ্চাই বাড়ি থেকে টিফিন নিয়ে আসে না। অনেকেরই বেশী টাকা দিয়ে হোটেল থেকে দুপুরের খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্যও নেই। তাই তারা স্কুলে এসে টিফিনের সময় আশপাশের দোকান থেকে মুখরোচক সস্তা কিছু একটা হয়তো কিনে খায়। এগুলো স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতিকর। অথচ দুপুরে এক প্লেট ভাত খেতে পারলে এই কোমলমতি বাচ্চাদের শরীরটা ভালো থাকে।’ এই চিন্তা থেকেই বিপ্লব সরকার সাত বছর আগে এই প্যাকেজ চালু করেন।

বিপ্লব সরকার বললেন, তিনি বাচ্চাদের কয়েকটি শর্তে খেতে দেন। তাঁর এই প্যাকেজ খেতে হলে অবশ্যই স্কুল ড্রেস পরে আসতে হবে। আর খাবার আগে বা পরে বাইরের দোকানে অন্য কোনো মুখরোচক খাবার খাওয়া যাবে না। বিপ্লব সরকার দেখেছেন বেশির ভাগ বাচ্চাই এক প্লেটের বেশি ভাত খেতে পারে না। তিনি ভাতের সঙ্গে সবজি আর ডাল দিয়ে একটি প্যাকেজ তৈরি করেছেন। খাবার সময় তিনি খেয়াল করেন, কোনো বাচ্চা যেন সবজি নষ্ট না করে।

বিপ্লব বলেন, ‘শরীরের জন্য সবজির বড় প্রয়োজন। আমি তাই সবজি খেতে বাধ্য করি। টমেটোর মৌসুমে টমেটোর সালাদ খেতে বাধ্য করি। টোটাল প্যাকেজটাই ৫ টাকা। তবে পাশাপাশি খেতে বসে কোনো বাচ্চা যদি বেশি টাকা দিয়ে মুরগির মাংস খেতে চায় তাহলে আমি পাশের বাচ্চাটাকেও ছোট এক টুকরা মুরগির মাংস ও একটু ঝোল দিই যেন সে বাচ্চাটার মন খারাপ না হয়।

বিপ্লব সরকার মনের আনন্দে এটা করছেন বলে জানান। সেবার মানসিকতা থেকে করছেন। কারণ, তিনি পরিবারের আর্থিক অনটনের কারনে এসএসসি পরীক্ষা দিতে পারেননি! লেখাপড়া না করে তিনি কী যে ভুল করেছেন এখন তিনি বুঝতে পারেন। এ জন্য যে বাচ্চারা লেখাপড়া শিখছে, তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারে, তার জন্য তিনি তাঁর সাধ্যের মধ্যে যতটুকু পারছেন, সহযোগিতা করছেন।

বিপ্লব সরকারের মতো মানুষ এদেশে আছে বলেই দেশটা এখনো এতো সুন্দর।

এমন মহানুভবতা কজনই বা দেখাতে পারে!

কে সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট