1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

লাখাইয়ে নিত্য নতুন খাবারের সম্ভার নিয়ে ‘স্বপ্নবিলাস এর যাত্রা শুরু 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: বহু প্রতীক্ষার পর অবশেষে লাখাই উপজেলার বুল্লা বাজারে যাত্রা শুরু করেছে ‘স্বপ্নবিলাস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এক মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়। মানসম্মত ও রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে আসা এই ক্যাফেটি লাখাইবাসীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রেস্টুরেন্টটি উদ্বোধন করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাইফুর রহমান ও তার বড় ভাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং রাজনীতিবিদরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: লাখাই প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মহসিন সাদেক, লাখাই উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি পারভেজ হাসান, সেক্রেটারি এসএম জুবায়ের, সুজন আহমেদ, নজরুল ইসলাম ও রুবেল।

‘স্বপ্নবিলাস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’-এ গ্রাহকরা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন। মেনুতে থাকছে: পিজা, বার্গার, চাউমিন, স্যুপ, ফুচকা, এপিটাইজার, সেট মেনু, পাস্তা, বিরিয়ানি, জুস, লাচ্ছি, মিল্ক শেক, কফি, ফালুদা সহ সব ধরনের থাই ও চাইনিজ খাবার।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাইফুর রহমান জানান, তারা মানসম্মত খাবার ও গ্রাহকসেবার প্রতি বিশেষ নজর রাখবেন। তার আশা, এই রেস্টুরেন্টটি খুব শিগগিরই স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট