1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহবান সিলেটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি গ্রেফতার জনসাধারণের যাতায়াত ও পানি নিষ্কাশনের সুবিধার্থে ২টি কালভার্ট নির্মাণ করলেন শামীম মেম্বার লাখাইয়ে করাব ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, ভোগাচ্ছেন এলাকাবাসীকে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন চুনারুঘাটে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, জখম ও নবজাতকের মৃত্যু বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিতসহ বন্ধ হচ্ছে আরও তিন স্থলবন্দর চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় : বললেন চুনারুঘাটের নবাগত ইউএনও

লাখাইয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহবান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:

পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”” এই স্লোগানকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন তাদের অংশ হিসেবে লাখাই উপজেলার বিডি ক্লিন সংগঠন সূচনা শুরু করেছেন।

রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে হাজারো তরুণ-তরুণী, নারী-পুরুষকে নিয়ে বিডি ক্লিন সংগঠন। তারই অংশ হিসেবে বিডি ক্লিন হবিগনজ জেলা এবং লাখাই টিম বুল্লা সড়কবাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হয় কর্মসূচি, নোংরা আবর্জনায় ভর্তি সেই স্থান অল্প সময়েই ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে।

অভিযান তদারকি করতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা টিম এবং লাখাই উপজেলার সদস্যরা,তার সাথে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জের বাণী লাখাই প্রতিনিধি এম ইয়াকুব হাসান অন্তর, দৈনিক আজকের হবিগঞ্জ লাখাই প্রতিনিধি বিল্লাল আহমেদ, এবং লাখাই উপজেলার বিডি ক্লিনের সম্ভাব্য সমন্বয়ক ও জাতীয় দৈনিক ভোরের কাগজ লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

তারা বলেন, বহুদিন ধরে এই স্থানে আবর্জনার স্তূপ পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, পরিচ্ছন্নতার এই উদ্যোগে এই জায়গাগুলো আবার বসবাসযোগ্য পরিবেশ ফিরে পেয়েছে।

এক পথচারী বলেন, এখানে এ ধরনের কর্মসূচি শুধু বাজারের সৌন্দর্য বাড়াবে না, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন শহরই পর্যটকদের আকর্ষণ করবে।

বিডি ক্লিন হবিগঞ্জের সমন্বয়ক সহ টিমের স্বেচ্ছাসেবীরা বলেন, তাদের লক্ষ্য শুধু ভাগাড় পরিষ্কার নয়, বরং নাগরিকদের মনে দায়িত্ববোধ সৃষ্টি করা। একজন স্বেচ্ছাসেবক জানান, আমরা যদি নিজের ঘর, রাস্তার পাশ বা আশপাশের জায়গা পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিষ্কার থাকবে। বিডি ক্লিন শুধু পরিষ্কার করছে না, বরং মানুষকে পরিচ্ছন্নতার আন্দোলনে যুক্ত করছে।

উল্লেখ্য, বিডি ক্লিন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই “পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে ” স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও অনেক ইউনিয়নেও তাদের কার্যক্রম বিস্তৃত।

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে প্রতি বছর যে বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়, তার একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় না। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগ পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট