1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

বাহুবলে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাহুবল প্রতিনিধি: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে বৃত্তি পরিক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ও পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বাহুবল উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল কলেজ গেইটের সামনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও পরিচালকরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বাহুবল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহব্বায়ক সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ মাতৃচায়া কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মঙ্গল রায়, অভিবাবক আব্দুর রকিব, মিয়া মোহাম্মদ সিজিল, বিল্লাল মিয়া, মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এম. সামছু উদ্দিনসহ উপজেলার ২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অভিভাবক ও পরিচালকবৃন্দ।

প্রায় ঘন্টাখানেক মানববন্ধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে মহাসড়কের দু’পাশে তীব্র যনজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট