1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬ মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

আমুরোড স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদক◾

আমুরোড স্কুল এন্ড কলেজে প্রতিবারের ন্যায় এবারও শীতকালীন পিঠা উৎসব পালন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা প্রায় ২৫ প্রকারের পিঠা নিয়ে ১০টি স্টলে অংশগ্রহণ করে।

আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসব পালিত হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ এ উৎসব ঘুরে দেখেন। এসময় তারা শিক্ষার্থীদের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।

পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। আনন্দে সবাই দিনটি পার করেন। ছাত্রছাত্রীদের হাতে বানানো নানান রকমের পিঠা উৎসবে আসা অতিথিদের মুগ্ধ করে।

শিক্ষার্থীরা জানায়, পিঠা উৎসবে তারা নিজ হাতেই পিঠা তৈরি করেছে। এর আনন্দই অন্যরকম।

আমুরোড স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, আমরা স্কুলের পক্ষ থেকে পিঠার আয়োজন করে থাকি। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিবছর শীতের মৌসুমে এই পিঠার আয়োজন করা হয়। এতে সকলের মাঝে আনন্দের আমেজ বইতে থাকে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট