➖
মীর জুবাইর আলম, চুনারুঘাট◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের কৃতি সন্তান মরহুম আলহাজ্ব এডভোকেট আবুল খায়ের সাহেবের নামে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য একটি ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর অত্র ইউনিয়নের জারুলিয়া গজারিয়াপাড়া ইসলামিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় বিশেষ দোয়ার মাধ্যমে ভবনটি উদ্বোধন করা হয়।
উক্ত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শোয়াইব আহমেদ খান। উপস্থিত ছিলেন সদ্য বদলিপ্রাপ্ত চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, এডভোকেট সেলিম, সাবেক উপজেলা খাদ্য পরিচালক মোহাম্মদ কাজলসহ স্হানীয় আরও অনেকেই।
ভবনটি জারুলিয়া গজারিয়াপাড়া ইসলামিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার জন্য মরহুম এডভোকেট আবুল খায়ের সাহেব এর নামে তাঁর পরিবারের সদস্যরা নির্মাণ করে দিয়েছেন।
দ.ক.সিআর.২৪