1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

চুনারুঘাটের ইকরতলি মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিনিধি◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সাংবাদিক মীর জুবাইর আলমের তত্ত্বাবধানে পরিচালিত ইকরতলি মাদ্রাসায় এক প্রবাসী অর্থায়নে ১৭ জন এতিম ও হতদরিদ্র  শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আজ সকাল ১০ ঘটিকায় অত্র মাদ্রাসাযর হল রুমে মৌলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক মীর জুবায়ের আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সাহেব, মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সি সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন যুবদল, সমাজ সেবক মোঃ সজল মিয়া, মোহাম্মদ দুলাল মুন্সী, কুতুব আলী তরফদার (ছাত্র অভিভাবক) মখলিসুর রহমান মুন্সি, নজুরুল ইসলাম, বাদশাহ নিয়া, তারেক জমাদার, দুলাল তরফদার, শাজান তরফদার, শফিক মিয়া ছইবুল্লা, মালু মিয়া, মহিউদ্দিন ও আবু জাফর মুন্সি প্রমুখ সহ এলাকার বিশিষ্টজনেরা।

 

মীর শওকত আলী সেলিম বলেন, প্রতিষ্ঠান গড়েছেন একজন কিন্তু সেটা ধরে রাখতে হবে সকলে মিলে। তাছাড়া এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এর খেদমতে দুনিয়া ও আখেরাতে উত্তম ফল পাওয়া যাবে। জুবাইর আলমের পিতা মরহুম আলহাজ্ব মীর মকছুদ আলী সাহেব জমি দান করে গেছেন এলাকার মানুষ যেন সুশিক্ষায় শিক্ষিত হয়। তারজন্য আমাদেরও দায়বদ্ধতা আছে। পরে তিনি মাদ্রাসার উন্নয়নে ২০ বস্তা সিমেন্ট দান করেন।

 

চেয়ারম্যান জনাব মুহাম্মদ আলী সাহেব বলেন, এটি ধর্মীয় প্রতিষ্ঠান, এর উন্নয়নে আমাদের দুনিয়ায় যেমন কল্যাণ আছে তেমনি পরকালেরও মুক্তি রয়েছে। তিনি আরও বলেন, দেশ এবং প্রবাসে থাকা সকল দানশীল ব্যক্তিদের কাছে অনুরোধ রাখেন সবাই যেন মাদ্রাসার প্রতি তাদের দানের হাত বাড়িয়ে দেন। এবং আমি আমার পক্ষ থেকে ইতিপূর্বে দিয়েছি আরও দেয়ার ইচ্ছে আছে। আর এলাকার লোকদের প্রতি একটা অনুদান রাখবো আপনারাও চেষ্টা করবেন সবাই মিলে যেন আপনাদের সন্তানদের লেখাপড়া করার সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পারেন।

পরে ইকরতলি গ্রামের মরহুম আব্দুল মন্নান মিয়ার ছেলে বাবার আত্মার মাগফেরাত কামনায় মাদ্রাসার উন্নয়নে এক হাজার ইট দান করেন।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট