1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

কৃমি সংক্রমণ কি বাচ্চাদের জন্য ক্ষতিকর?

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

কালনেত্র প্রতিবেদন◾ কৃমি সংক্রমণে বাচ্চাদের শরীরে অস্বস্তি তৈরি হয়। ঘুমাতে ও খেতে কষ্ট হয়। চিকিৎসা না করানো হলে কৃমির কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। অভ্যন্তরীন রক্তক্ষরণের ফলে পুষ্টিহীনতা, ওজন কমে যাওয়া এমনকি রক্তশূন্যতা বা এনিমিয়ার মতো জটিলতা তৈরি হতে পারে।

কৃমি সংক্রমণের ফলে পেট এবং প্রস্রাবের রাস্তায় ইনফেকশান এবং অন্ত্রে ‘ব্লক’ তৈরি হতে পারে। এভাবে বাচ্চাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে অসুখবিসুখ বেড়ে যায়। ফিতাকৃমির সংক্রমণ মারাত্মক হয়ে উঠতে পারে যদি এর সংক্রমণের ফলে ব্রেইনে ‘সিস্ট’ জন্মাতে শুরু করে। যদিও ফিতা কৃমির সংক্রমণ সহজে হয়না, তবুও নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি। দীর্ঘ মেয়াদে শিশুর শরীরে কৃমি সংক্রমণ শিশুর ভবিষ্যত শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং শিশুর বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ করে যখন কৃমি সংক্রমণ থেকে রক্তশূন্যতা বা এনিমিয়া এবং পুষ্টিহীনতা তৈরি হয় তখন এ সকল সমস্যা হতে পারে।

তবে সময়মতো ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

পরামর্শক
ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা
চুনারুঘাট, হবিগন্জ।

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট