
শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে ফিউশন ডান্স একাডেমি। উৎসবের সাংস্কৃতিক পর্বে একাডেমির শিক্ষার্থীদের ছন্দময় ও নান্দনিক পরিবেশনা পুরো আয়োজনকে এনে দেয় ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন লিমা আক্তার লিজা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, তাইফা জান্নাত মিনহা, হুমায়রা জান্নাত মিম, জান্নাত ও আখি। তাঁদের সমন্বিত নৃত্যশৈলী ও নিখুঁত উপস্থাপনা দর্শকদের দীর্ঘ সময় ধরে মুগ্ধ করে রাখে।
এই নৃত্য পরিবেশনার প্রশিক্ষক ছিলেন ইশতিয়াক আহমেদ সাকি। সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুর রহমান চৌধুরী পাপলু এবং খোয়াই থিয়েটারের নাট্যকর্মী ও তাওহীদ সমন্বিত এগ্রো ফার্মের স্বত্বাধিকারী চৌধুরী তাওহীদ বিন আজাদ।
সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় ফিউশন ডান্স একাডেমির এই পরিবেশনা দর্শক ও আয়োজকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করে এবং পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
পরিশেষে শব্দকথা প্রকাশনের পক্ষ থেকে ফিউশন ডান্স একাডেমিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দ.ক.সিআর.২৫