
জামাল হোসেন লিটন : হবিগঞ্জের ৪টি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। এতে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে এসব আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই বাচাইকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিভিন্ন ত্রুটির কারনে ১০ জনের প্রার্থীরা বাতিল করেন ।
বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন হবিগঞ্জ-১ আসনে জাসদ প্রার্থী সাংবাদিক কাজী তোফায়েল আহমেদ,
হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমদ রুপক, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী নোমান আহমদ সাদিক, বাসদ প্রার্থী লোকমান আহমদ,
হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান,
হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মোকাম্মেল হোসেন, স্বতন্ত্র মো. মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. রাশেদুল ইসলাম খোকন, বাংলাদেশ মুসলিম লীগ শাহ মো. আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন।
দ.ক.সিআর.২৫