
হাছনরাজা লোক সাহিত্য ও সংস্কৃতির পরিষদের উদ্যোগে সিলেট নগরীর কেন্দ্রস্থল শহীদ মিনার প্রাঙ্গণে দুদিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘হাছন উৎসব–২০২৫’। লোকসংস্কৃতি, সংগীত ও সাহিত্যচর্চার মিলনমেলায় উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে।
উৎসবজুড়ে মরমী কবি ও দার্শনিক হাছন রাজা’র জীবন, দর্শন ও গান নিয়ে আলোচনা, লোকসংগীত পরিবেশনা, কবিতা পাঠ, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও অর্থবহ।
আয়োজকরা জানান, হাছন রাজা’র মানবতাবাদী দর্শন ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ আয়োজনকে সফল করে তোলে।
গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “হাছন উৎসব শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি আমাদের লোকঐতিহ্য ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন তৈরি করছে। এ ধরনের আয়োজন লোকসংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উৎসবের শেষ দিনে অংশগ্রহণকারী শিল্পী ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
দ.ক.সিআর.২৫