নাফিস মাহমুদ: দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে সারা দেশের মতো বরগুনাতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। সোমবার সকালে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে আসলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে তারা চরম হতাশায় ভুগছেন।
তাদের দাবি, সরকারি প্রতিষ্ঠানের মতো একই দায়িত্ব পালন করেও তারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত জাতীয়করণের সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।
অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
দ.ক.সিআর্২৫