মো: সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল এক শিক্ষার্থীর কুরআন শরিফ ও রাসুল (সা:)-বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘কুরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’—এই দাবিতে স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থী ও মুসলিম উম্মাহর ব্যাপক অংশগ্রহণে শনিবার বিকালে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
বিকাল ৫ টায় রাজারহাটের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনালী ব্যাংক চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। রাজমাল্লীরহাট ফাজিল মাদ্রাসার মাওলানা আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কুরআন ও নবীজির অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “সম্প্রীতির বাংলাদেশে কুরআন অবমাননাকারীর ফাঁসি চাই। যে ব্যক্তি ধর্ম অবমাননা করবে, তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক।”
এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম বলেন, দেশে সবাই মিলেমিশে বসবাস করবে।”
সমাবেশ সঞ্চালনা করেন মাওলানা আব্দুর মমিনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম রব্বানী, মাওলানা রাসেদুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে সবাই দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করেন। এ সময় রাজারহাটের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫