
কালনেত্র প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে হবিগঞ্জের শিক্ষার্থীরা। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় ছিলনা কোনো প্রচার প্রচারণা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। অভিভাবকরাও সন্তানের সঙ্গে এসে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ।
শিক্ষকরা জানান, সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসের পাঠ কার্যক্রমে দ্রুত যুক্ত হতে পারবে। এতে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন বই পেয়ে সন্তানেরা আরও মনোযোগী হবে পড়াশোনায়। শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আরও এগিয়ে যাবে।
নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্টানগুলোতে এনে দিয়েছে আনন্দ, আশাবাদ আর উজ্জ্বল ভবিষ্যতের বার্তা।
নতুন বইয়ের পাতায় পাতায় জ্ঞান আর নতুন স্বপ্ন নিয়ে হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য নতুন বছর যেন শুরু হলো আশার আলো নিয়ে।
দ.ক.সিআর.২৫