
পারভেজ হাসান লাখাই : মানবিক সেবা ও সুস্থ বিনোদনের অঙ্গীকার” স্লোগান নিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘আল হুসাইনিয়া নব-জাগরণ সংগঠন’। ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় সুনেশ্বর গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মানবিক ও বিনোদনমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন লাখাই উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি পারভেজ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আবু শমা সহ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে সুনেশ্বর ও পার্শ্ববর্তী গ্রামবাসীর জন্য সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে দুটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। দেশের ও বিদেশের প্রবাসী ভাইদের সহযোগিতায় চালু হওয়া এই সেবার পাশাপাশি স্থানীয়দের অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের সঠিক প্রশিক্ষণও প্রদান করা হয়।
সুস্থ বিনোদনের লক্ষ্যে একই দিনে সংগঠনটি শিশু, যুবক ও প্রবীণদের জন্য আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। শিশুদের জন্য ছিল অংক খেলা, ছড়া লিখন ও দৌড় প্রতিযোগিতা। যুবকদের জন্য বল্লম নিক্ষেপ এবং প্রবীণদের জন্য ফুটবল ও ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক পারভেজ হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে আল হুসাইনিয়া নব-জাগরণ সংগঠনের এই উদ্যোগ দৃষ্টান্তমূলক। মানবিক সেবার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির এই প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবি রাখে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঐক্য, সহযোগিতা ও সততার শক্তিতে একটি মানবিক ও উন্নত সমাজ গড়াই তাদের মূল লক্ষ্য। গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার মানুষের সেবায় তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫