1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬ মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

শিক্ষার্থীদের মোবাইল আসক্তিরোধে নির্দেশিকা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

কালনেত্র ডেস্ক

প্রযুক্তি শিক্ষক-শিক্ষার্থীদের পঠন-পাঠনে সহায়তা করেছে। তবে, এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের বিক্ষিপ্ত করতে পারে- এমন অভিমত শিক্ষাবিদদের। তারা বলছেন, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফোন আসক্তির ব্যাপারে সবার সর্তর্ক থাকতে হবে। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবার অভিভাবক ও শিক্ষার্থীদের টিভি, ফোন আসক্তিরোধে পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের প্রতি শিশুর ইতিবাচক মনোভাব তৈরি এবং মোবাইল আসক্তি প্রতিরোধে কার্যকর দিকনির্দেশনা সংযোজিত করে অভিভাবক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় বলছে, এই অভিভাবক নির্দেশিকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি, ভাষা ও যোগাযোগ, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়াও সামাজিক ও আবেগীয় বিকাশ, নৈতিকতা ও ধর্মচর্চা, স্বাস্থ্য ও পুষ্টি, নিরাপত্তা এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক বিষয়ে করণীয় কার্যক্রম সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে।

বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে নির্দেশিকাটি পাঠ করে শোনাতে প্রধান শিক্ষকদেরকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

নির্দেশিকায় আলোচনার বিষয়গুলো হলো- শিশুর বিকাশ ও করণীয়, বিদ্যালয়ের প্রতি শিশুর ইতিবাচক মনোভাব তৈরিতে করণীয়, শিশুর নৈতিকতা ও ধর্মচর্চায় করণীয়, শিশুর মোবাইল বা টিভি ব্যবহারে সতর্ক থাকতে করণীয়, শিশুর সুস্থতা নিয়ে করণীয়, শিশুর নিরাপত্তায় মা-বাবা বা অভিভাবকের করণীয়, নিজেদের ভালো রাখতে বাবা-মা ও অভিভাবকের করণীয় ও শিক্ষক-অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরিতে করণীয়।

মন্ত্রণালয় আরো বলছে, এই নির্দেশিকায় বাবা-মা ও অভিভাবকদের জন্য এমন কিছু সহজ করণীয় রয়েছে। যা অনুসরণ করলে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠবে। পড়াশোনায় আগ্রহী হবে এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট