
ডেস্ক রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশ জারি করে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে স্কুল অব লাইফ সায়েন্সের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মনোনীত করে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের বর্তমান ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২৮ (৫) ও ২৮ (৬) ধারার আলোকে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া বলেন, ❝আজ থেকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। সবার আন্তরিক সহযোগিতায় যথাযথভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি❞
দ.ক.সিআর.২৫