রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হয়ে পড়া চর গতিয়াশাম এলাকার ৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে রাজারহাট উপজেলা প্রশাসন। ৯ অক্টোবর বৃহস্পতিবার – দুপুরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশামে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে তিস্তা নদীর ভাঙ্গনের শিকার হয়ে এ এলাকার শত শত পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি ও সম্পদ হারিয়েছে। অনেকেই আজ রাস্তার ধারে অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ সহায়তার মধ্যে ৩ মেট্রিক টনের বেশি চাল বিতরণ হয় , মসুর ডাল, সয়াবিন তেল, লবণ এবং নগদ ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে চরবাসীর মুখে ফুটেছে হাসি। তারা এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআল-ইমরান বলেন, “নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে প্রশাসন। আমাদের মাঝে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে আমরা নিয়মিত আপনার খোঁজখবর রাখছি। আপনাদের সুখে-দুঃখে আমরা পাশে আছি।”
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাজ চলমান থাকার কথা উল্লেখ করেন। তিনি সামাজিক সমস্যা যেমন—ধর্ষণ, খুন, জমি দখল, জুয়া ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে এবং আইনের শরণ নিতে পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, গোলাম রসূল রাখি,বলেন “তিস্তার ভাঙ্গনে প্রতিবছরই শত শত পরিবার গৃহহীন হচ্ছেন। তবুও জীবনযুদ্ধে টিকে থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি”
রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআসাদুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোঃরেজাউল করিম, রাজারহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ আনিছুর রহমান, আকবর আলী, সেকেন্দার আলী লিমন, রতন রায় – মো: মামুনুর রশীদ ৮নং ওয়ার্ড ইউপি সদস্য, মোঃ শহিদুল ইসলাম ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত চরবাসী উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫