হবিগঞ্জ প্রতিনিধি: আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায় আয়োজিত এই বিশেষ যুক্তিতর্ক আড্ডা — যার মূল বিষয় ছিল “বাল্যবিবাহের কুফল”।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজ, বিশেষ করে তরুণীদের সক্রিয়ভাবে সমাজ উন্নয়নে যুক্ত করা এবং তাদের মধ্যে সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ ঘটানো। যুক্তিতর্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু যুক্তির মাধ্যমে নিজেদের মত প্রকাশ করার সুযোগই পায়নি, বরং তারা বাল্যবিবাহের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হয়েছে এবং সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে।
তরুণীদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস করা হয়।
এসেড হবিগঞ্জ আশা করে, এমন কার্যক্রমের মাধ্যমে একটি সচেতন, সুস্থ ও সমন্বিত সমাজ গড়ে তোলা সম্ভব — যেখানে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করবে।
দ.ক.সিআর.২৫