নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা “Skills and Innovation Competition 2025”-এ অর্জন করেছে গৌরবময় সাফল্য।
তারা “Base Isolation System with Earthquake Resistant Technique” শীর্ষক প্রজেক্ট উপস্থাপন করে প্রতিযোগিতায় ১ম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সিভিল টেকনোলজি ৬ষ্ঠ সেমিস্টারের এই শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ভূমিকম্প-প্রবণ এলাকায় ভবন রক্ষা ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ভবিষ্যতে তারা আরো উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করবেন এবং দেশকে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবেন।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই অর্জনে প্রতিষ্ঠানটিতে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে।
দ.ক.সিআর.২৫