নাফিজ মাহমুদ: “বাকাশিবো” জানিয়েছে,অক্টোবর মাসের শেষের দিকে প্রকাশিত হতে যাচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল। আর এই ফলাফলকে ঘিরে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
একদিকে রয়েছে ভালো ফলাফলের প্রত্যাশা, অন্যদিকে রয়েছে আশঙ্কা ও ভয়। অনেকেই বলছেন, দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পর এখন ফলাফলের অপেক্ষার দিনগুলো তাদের জন্য সবচেয়ে চাপের। ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ভেতরে অজানা এক দুশ্চিন্তা কাজ করছে।
তবে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।
দ.ক.সিআর.২৫