নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে এখন চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। দীর্ঘদিন ধরে যে ক্লাসরুম ও অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত ছিল, বর্তমানে তা সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নতুন রূপে সাজানো হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, আগে অনেক ক্লাসরুমে আলো-বাতাসের যথাযথ ব্যবস্থা ছিল না, আসন সংকট ও দেয়ালের জরাজীর্ণ অবস্থার কারণে পাঠদানে বিঘ্ন ঘটতো। কিন্তু এখন আধুনিক কক্ষ, পর্যাপ্ত আলো-বাতাস, সুন্দর বেঞ্চ এবং উন্নতমানের অবকাঠামো শিক্ষার পরিবেশকে বদলে দিয়েছে।
শিক্ষকরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পাবে, যা শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়া, নতুনভাবে সাজানো ভবন ও ক্লাসরুমগুলো শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের এ ইতিবাচক পরিবর্তন এলাকাবাসীরও গর্ব বাড়িয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।
দ.ক.সিআর.২৫