শেখ জাহাঙ্গির আলম: হবিগঞ্জ সীমান্ত এলাকায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উৎসবকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, পূজা মণ্ডপগুলোতে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পূজায় আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের নির্ভয়ে উৎসব পালন করার আহ্বান জানানো হয়েছে।
দ.ক.সিআর.২৫