1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

একজন প্রবাসী থেকে চেয়ারম্যান হিসাবে মোহাম্মদ আলীর সফল যাত্রা—

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

‎আসাদ ঠাকুর: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী দীর্ঘদিন প্রবাসে থাকায় একজন প্রবাসী হিসাবে উন্নত দেশের কালচার ও শৃঙ্খলে অভ্যস্থ ছিলেন। সে সুবাধে প্রবাসে বসে দেশের পরিবেশ পরিস্থিতি ও ভঙ্গুর সমাজ ব্যবস্থা নিয়ে স্বপ্ন দেখতেন তিনি।

একপর্যায়ে স্বপ্ন নিয়ে কাজ করতে দেশেই চলে আসেন। এসে প্রথমে এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহন করতে লাগলেন। সমাজ ব্যবস্থা নিয়ে সৃজনশীল কথাবার্তা বলে যেতে লাগলেন। তখন তাঁর এসব কথাবার্তা শুনে তরুণরা তার দিকে ঝুকতে শুরু করে, শেষ অবদি ওই তরুণরাই মিলেমিশে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসার সুযোগ করে দেয়। বর্তমানে চেয়ারম্যান সাহেবও ওই তরুণদের সাথে নিয়েই ইউনিয়নকে সাজিয়ে তোলছেন। তবে কথিত আছে যে, এতে এলাকার প্রভাবশালী প্রবীণদের সাথে চেয়ারম্যান সাহেবের কিঞ্চিৎ গ্যাপ তৈরি হয়েছে।

জনাব মোহাম্মদ আলী সেবার আগ্রহ আর জনগণের আস্থার উপর ভর করে তিনি আজ চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করছেন।

‎দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই গাজীপুর ইউনিয়নে দৃশ্যমান কিছু পরিবর্তন সাধিত হয়, যা সাধারণ মানুষের নজরে পড়ে। পরিষদের নির্ধারিত সময়ের পরও মধ্যরাত অব্দি সেবা দিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদ আধুনিকীকরণে তিনি পুরো পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন করেন, চালু করেন ইন্টারনেট সুবিধা এবং একটি নামাজের স্থান।

এছাড়াও ‎গ্রাম আদালত পরিচালনা, বাল্যবিবাহ রোধ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কালভার্ট স্থাপন ও ইটের রাস্তা নির্মাণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ, যুব সমাজকে সংগঠিতকরণ সহ প্রতিটি খাতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার প্রশাসনিক নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ বসানো, স্বাস্থ্যসম্মত লেপটিন বিতরণ, স্বচ্ছতার সাথে সরকারি ভাতা ও কার্ড বিতরণ- সব মিলিয়ে এক কার্যকর প্রশাসনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার কর্মকাণ্ডে।

‎তাছাড়া, ঘুষ-দুর্নীতিমুক্ত গ্রাম আদালত ব্যবস্থা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, দরিদ্র অসুস্থদের আর্থিক সহায়তা, দুর্যোগে পাশে দাঁড়ানো এবং কৃষি উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন কৃষি অফিসের সাথে সমন্বয় সাধন করে প্রশংসিত তিনি।

‎তার এই বহুমাত্রিক সেবায় গাজীপুর ইউনিয়নের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি জনগণের মধ্যে ফিরে এসেছে আস্থা।

‎এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন,“স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। জনগণের সার্বিক সহযোগিতায় গাজীপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। স্বল্প সময়ে যতটুকু অর্জন, সবই আমার ইউনিয়নের জনগণের দোয়া ও ভালোবাসার প্রতিফলন।

তিনি আরও বলেন, আমি গাজীপুরের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি। আমার কর্ম প্রয়াসই হলো- হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বরাদ্দের সুষমও বন্টন, ন্যায় বিচার এবং সকল প্রকার নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা।

দ.ক.সিআ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট