স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। সেবা কর্তৃক আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ব্লেইজ প্যাসকেল বিজ্ঞান ক্লাবের সদস্যরা। প্রতি বছরের মতো এবছরও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মেলায় সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি – এই দুই বিভাগে মোট ছয়টি দল তাদের বৈজ্ঞানিক প্রজেক্ট ও পরীক্ষণ উপস্থাপন করে। শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, কৃষি এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী কাজ তুলে ধরে।
বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ মেলা পরিদর্শন করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থাপনা দেখেন এবং তাদের পরামর্শ ও উৎসাহ দেন।
উল্লেখ্য, গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে ২০১৯ সাল থেকে সেবার উদ্যোগে ব্লেইজ প্যাসকেল বিজ্ঞান ক্লাব কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি নিয়মিতভাবে বিজ্ঞানভিত্তিক নানা আয়োজন করছে, যার মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান দেয়ালিকা প্রকাশ, কর্মশালা ও বিভিন্ন কর্মসূচি। এসব আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণার মনোভাব, দলগত কাজের দক্ষতা এবং নতুন ধারণা আবিষ্কারের আগ্রহকে আরও জোরদার করছে।
দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছিল অনুপ্রেরণার এক মহোৎসব। সবাই প্রত্যাশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫