জামাল হোসেন লিটন, চুনারুঘাট প্রতিনিধি।
চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ ও মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় তিনি এ দুটি প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা। সচিব আবু তাহের মোহাম্মদ জাবের কলেজ ক্যাম্পাস ও একাডেমিক ভবন পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের কৃতি সন্তান এই সচিব প্রতিষ্ঠান দুটির সাফল্য কামনা করে শিক্ষার মানোন্নয়নে আরও কাজ করার আহ্বান জানান।
দ.ক.সিআর.২৫