জেলা প্রতিনিধি: এসেড হবিগঞ্জ এবং আইন ও সালিশ কেন্দ্র-এর উদ্যোগে হবিগঞ্জ গার্লস হাই স্কুলে “বিদ্যালয় নাট্য দল (BNAD)” এর ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই হবিগঞ্জ গার্লস স্কুল প্রাঙ্গণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ সালাউদ্দিন।
ওরিয়েন্টেশন সভায় নাট্য দলের গঠন, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিদ্যালয় নাট্য দলের ভূমিকা নিয়ে মত প্রকাশ করেন। এছাড়াও, নাটকের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও গুরুত্বারোপ করা হয়।
এই উদ্যোগটি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে এবং একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫