1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন চুনারুঘাটে জামাইয়ের ফাঁদে ব্যবসায়ীর মোটরসাইকেল লুট অদম্য নারী খায়রুন্নাহার পপি পেলেন সম্মাননা চুনারুঘাটে তিন মাদক কারবারি আটক মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল হাসিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কেন আর টাঙ্গুয়ার হাওরে যাবনা— ত্রমণ পাঠ  চুনারুঘাটে সংবাদ প্রকাশের পর কৃষকলীগ নেতার দৌড়ঝাপ। সাংবাদিককে প্রাণ নাশের হুমকি বাহুবলে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরের ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ি ফুয়াদ সেনা অভিযানে গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ

চুনারুঘাটের তহশিলদার মইনুল ইসলাম সোহেল সততার সাথে কাজ করছেন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট

চুনারুঘাট উপজেলার বিশগাও তহশিল অফিসের তহশিলদার মইনুল ইসলাম সোহেল সততা ও দক্ষতার সাথে কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরে ঐ অফিসের সেবাপ্রার্থীদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর, দৈনিক আজকের হবিগঞ্জ ও দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকায় মইনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে ভিন্ন শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। সংবাদে যাদের নাম পরিচয় দিয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে দাবী করে সংবাদ প্রকাশ করা হয়, অভিযোগকারীদের নজরে আসলে তারা বলেন আমরা তহশিলদারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে কোন অভিযোগ করিনি।

চুনারুঘাট উপজেলার মহদির কোনা গ্রামের মৃত আঃ শহিদ এর ছেলে মোঃ রুয়েল মিয়া জানান গত ২৮মে তারিখে মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর দাখিলকৃত অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানিনা, এমন কি আবেদন এ সাক্ষরকৃত আমার সহোদর ভাই জুয়েল মিয়া দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছে।প্রবাসে থাকাবস্হায় কি করে আবেদন এ সাক্ষর প্রদান করেন, এতে প্রতীয়মান হয় যে কারো ব্যাক্তি স্বার্থে এই আবেদন করেন এবং ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। উল্লেখিত নামজারি আবেদন নং ৩৩৪৭২৩৭ এর আবেদন কারী আমি ও আমার সহোদর ভাই জুয়েল মিয়া। এই নামজারীর জন্য আমি বা আমার ভাই জুয়েল মিয়া তহশিলদার মইনুল ইসলাম সোহেল কে কোন প্রকার টাকা পয়সা দেই নি বা তিনি দাবী ও করেন নি।

অপর অভিযোগ কারী উপজেলার আমুরোড বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া বলেন আমি জেলা প্রশাসক বরাবরে কোন অভিযোগ দেই নি। অভিযোগকারী চুনারুঘাট উপজেলা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদার বলেন আমার নাম ঠিকানা দিয়ে যারা অভিযোগ করেছে আমি তাদের শাস্তি ও বিচার চাই। অভিযোগ কারী উপজেলার বনগাও গ্রামের হাজী মোঃ আজগর আলী মাষ্টার বলেন উল্লেখিত ভূয়া আবেদন এ সাক্ষর করি নাই। ভূয়া আবেদন কারীর শাস্তি চাই। অভিযোগ কারী ২নং আহমদাবাদ ইউনিয়ন বি,এন,পির শামীম আজাদ বলেন উল্লেখিত আবেদন এ আমি সাক্ষর করি নাই। তহশিলদার এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়, অভিযোগটিতে আমাকে অভিযোগকারী হিসেবে আমার নাম উল্লেখ করা হয় অথচ আমি অভিযোগ সম্পর্কে কিছুই জানি না। অভিযোগ টি শতভাগ ভূয়া।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট